মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

৪৫ বছর পর এশিয়ান কাপে বাংলাদেশ, মেয়েদের গৌরবময় ইতিহাস


প্রকাশ :

৪৫ বছর পর আবারও এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ—তাও নারী ফুটবলের মাধ্যমে। এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমারকে ২-১ গোলে হারানোর পর দিনের অপর ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ২-২ গোলে ড্র করার ফলে নিশ্চিত হয় বাংলাদেশের মূল পর্বে খেলা।

এই ঐতিহাসিক সাফল্যের মধ্য দিয়ে ঋতুপর্ণা-আফেইদারা গড়লেন নতুন ইতিহাস। বাংলাদেশের ফুটবলে দীর্ঘ ৪৫ বছর পর আবারও এশিয়ান কাপে অংশগ্রহণ নিশ্চিত হলো। এর আগে একমাত্র ১৯৮০ সালে বাংলাদেশ জাতীয় পুরুষ দল এশিয়ান কাপে খেলেছিল।

এর আগে বাছাইপর্বে বাংলাদেশ বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয়, এরপর দ্বিতীয় ম্যাচে হারায় শক্তিশালী মিয়ানমারকে। তবে মূল পর্ব নিশ্চিত করতে তাকিয়ে ছিল তুর্কমেনিস্তানের ফলাফলের দিকে। বাহরাইন যদি তুর্কমেনিস্তানের কাছে হেরে যেত এবং পরে বাংলাদেশও তুর্কমেনিস্তানের কাছে হেরে যেত, তাহলে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধান ও মুখোমুখি লড়াইয়ের জটিল সমীকরণে বাদ পড়ার শঙ্কা থাকত।

কিন্তু যেহেতু বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করেছে, তাই এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ নিশ্চিত করেছে মূল পর্বে খেলা। কারণ, তারা মিয়ানমার ও বাহরাইন—উভয় দলকেই হারিয়েছে। ফলে তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচের ফলাফল যাই হোক না কেন, মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বাংলাদেশই যাবে এশিয়ান কাপে।

২০২৫ এশিয়ান কাপ বসছে অস্ট্রেলিয়ায়

আগামী বছর (২০২৬ সাল নয়, ২০২৫ সালেই) মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের মূল আসর। এতে অংশ নেবে মোট ১২টি দেশ। স্বাগতিক অস্ট্রেলিয়া সরাসরি খেলবে টুর্নামেন্টে। সঙ্গে ২০২২ সালের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপানও সরাসরি মূল পর্বে অংশ নেবে।

বাকি আটটি দল আসবে বাছাইপর্বে অংশ নেওয়া আটটি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে, যাদের মধ্যে এবার জায়গা করে নিয়েছে গর্বিত লাল-সবুজের বাংলাদেশ।