সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডাপ্রবাসী মিডফিল্ডার শমিত সোম। ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরী ও ইতালিপ্রবাসী ফরোয়ার্ড ফাহামেদুল ইসলামও স্কোয়াডে আছেন।
বুধবার দল ঘোষণা করেন কোচ হাভিয়ের কাবরেরা। ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজার। তবে ভারতের বিপক্ষে প্রাথমিক ক্যাম্পে থাকলেও চূড়ান্ত দলে ছিলেন না ফাহামেদুল, যা নিয়ে তুমুল আলোচনাও হয়েছিল। বর্তমানে তিনি খেলছেন ইতালির ওলবিয়া কালচিও ক্লাবে। অন্যদিকে, ২৭ বছর বয়সী শমিত বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পেয়েছেন চলতি মাসেই। তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির খেলোয়াড়।
ফিরেছেন মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত ও আবাহনীর ফরোয়ার্ড সুমন রেজা। বাদ পড়েছেন সুশান্ত ত্রিপুরা, সোহেল রানা, পাপন সিং, চন্দন রায়, আরিফ হোসেন ও পিয়াস আহমেদ নোভা।
৩০ মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফাহামেদুল ইতোমধ্যে এসে পৌঁছেছেন, হামজা ও শমিত যথাক্রমে ২ ও ৩ জুন যোগ দেবেন। ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড (২৬ জন):
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা