মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

সুনীলের ফেরায় উপভোগ্য ম্যাচ হবে: কাবরেরা


প্রকাশ :

অবসর ভেঙে ভারতীয় ফুটবল দলে ফিরেছেন সুনীল ছেত্রী। তার ফেরাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। সুনীলের ফেরায় অবাক হননি। তিনি খুশি-ই হয়েছেন। সৌদি আরবের তায়েফে তার ধ্যান দলের অনুশীলনে। কীভাবে খেলবেন সেটি নিয়ে কাজ করছেন। সুনীলের ফেরা সম্পর্কে অবাক হননি। সুনীলকে আমরা সবাই চিনি। সে এবার আইএসএলে ভালো খেলেছে। সুনীল ফেরায় এখন বাংলাদেশ-ভারত ম্যাচ হবে উপভোগ্য। 

কাবরেরা বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণের পর এখনো ভারতের বিপক্ষে ম্যাচ পাননি। গত সাফ ছিল তার প্রথম বড় টুর্নামেন্ট। সেখানে ভারত ছিল অন্য গ্রুপে। বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। কুয়েতের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল। এবার এশিয়ান কাপের গ্রুপ পর্বে বাছাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কাবরেরার জন্য প্রথম সাক্ষাৎ এটি।


ভারতের বিপক্ষে খেলেননি জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন। তিনি সৌদি আরবে সংবাদমাধ্যমকে সুনীলের ব্যাপারে বলেছেন, 'আমরা ভারতের বিপক্ষে খেলতে প্রস্তুত। এই ম্যাচ আমরা জিততে চাই। সুনীলের কথা আগেও শুনেছিলাম তিনি উঁচু মানের ফুটবলার। এমন একজন ফুটবলার যদি আমাদের প্রতিপক্ষ হয় তাহলে ভালো। আমি মনে করি সুনীল আসায় খুব ভালো হয়েছে। পূর্ণতা পেয়েছে।'