লালমনিরহাটে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট'২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রংপর বিভাগীর সকল জেলা পুলিশ টীম অংশ নেন। ফাইনাল খেলায় গাইবান্ধা জেলা পুলিশ চ্যাম্পিয়ান এবং নিলফামারী জেলা পুলিশ টীম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি ডিআইজি রংপুর রেঞ্জ আমিনুল ইসলাম। লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক, সদর থানার ওসি নুরনবী, ডিবি ওসি সাদ আহমেদ, হাতিবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী, আদিতমারী থানার ওসি আকবর আলী, কালিগঞ্জ থানার ওসি সেলিম মালিক, পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।