মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

লালমনিরহাটে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ


প্রকাশ :

লালমনিরহাটে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া সমিতি, লালমনিরহাট এর আয়জনে রেলওয়ে চিল্ড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান।  এসময় মঞ্চে উপস্থিত  জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত, রেলওয়ে চিল্ড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব।

অনুষ্ঠান সঞ্চালন করেন, সহকারী শিক্ষক বিথী রানী রায় ও মা্সুম মিয়া । এসময় লালমনিরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ, অভিভাবক মন্ডলী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।