মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

রংপুরে নারী ফুটবল টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনা প্রশাসনের ১৪৪ ধারা জারি


প্রকাশ :

রংপুরে নারী ফুটবল টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এনিয়ে খেলা আয়োজক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কর্মীরা মুখোমুখি অবস্থান করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে খেলার মাঠসহ আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জানাযায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় জেলার তারাগঞ্জ উপজেলার সয়ারই উনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট নারী দল ও রাজশাহী নারী দলের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু এ খেলা বন্ধের ঘোষণা দিয়ে মাইকিং করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী। সেই সাথে খেলা বন্ধে তিনি মিছিলের ডাক দেন। এনিয়ে খেলার আয়োজক ও ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মাঝে উত্তেজনা দেখা যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপজেলা নির্বাহীকর্মকর্তা রুবেল রানা। কিন্তু কেউ কোন ছাড়না দেওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে খেলা বন্ধকরে মাঠে ১৪৪ ধারাজারি করা হয়।   

খেলার আয়োজক নয়ন মিয়া বলেন, প্রতি বছরের মত এবছর ও নারীদের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে। কিন্তু ইসলামী আন্দোলনের নেতা আশরাফ আলী না বুঝে খেলা বন্ধ করে দিল।তাই খেলোয়াড়রা ফিরে গেছে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, আমাদের দাবি ছিল খেলা বন্ধ করা। খেলা বন্ধ করেছে প্রশাসন। আমরা আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করেছি।

রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা রুবেল রানা বলেন, খেলার আয়োজক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জের নেতা এবং ইত্তেহাদুল উলামা সংগঠনের নেতাদের নিয়ে বসা হয়ে ছিল। সেখানে জামায়াতি ইসলাম, বিএনপি নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন। কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। তাই এলাকায় আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলেছি। আইন শৃঙ্খলা রক্ষায় সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।