‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মহিষখোচা ইউনিয়ন ও সাপ্টীবাড়ী ইউনিয়ন মধ্যকার ভলিবল প্রতিযোগিতায় ফাইনাল খেলায় সাপ্টীবাড়ী ইউনিয়ন উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌড়ব অর্জন করেছে।
খেলে শেষে উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার, হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিনিয়র যুগ্ন আহবায়ক হবিবুর রহমান হবি ও যুগ্ন আহবায়ক নাদিরুল ইসলাম মানিক প্রমুখ।
সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে সাপ্টীবাড়ী ইউনিয়নের শামীম আলম। উল্লেখ্য ভলিবল প্রতিযোগিতায় ৮ ইউনিয়ন তরুন একাদশ অংশগ্রহন করে।