শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

বরিশালকে ১২২ রানের টার্গেট দিলো চট্টগ্রাম


প্রকাশ :

 বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ২৫তম ম্যাচে ফরচুন বরিশালকে জয়ের জন্য ১২২ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম কিংস। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে চট্টগ্রাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ১৪ বলে ২১ রানের সূচনা করেন উসমান খান।

তৃতীয় ওভারে উসমানকে শিকার করে চট্টগ্রামের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বরিশালের পেসার রিপন মন্ডল। ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন উসমান।

উসমানের বিদায়ের পর ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় চট্টগ্রাম। পাওয়ার প্লেতে ৩৯ রানে ৫ উইকেট পতনে চাপে পড়ে তারা। এসময় গ্র্যাহাম ক্লার্ক ৮, শামীম হোসেন ৫ ও ইমন-হায়দার আলি ১ রান করে করেন।

দলীয় ৫৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অধিনায়ক মোহাম্মদ মিথুন ও আরাফাত সানির ৩১ রানের জুটিতে চাপমুক্ত হবার চেষ্টা করে চট্টগ্রাম। দলীয় ৮৭ রানে মিথুনকে থামিয়ে বরিশালকে ব্রেক-থ্রু এনে দেন চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম।

মিথুন ফেরার পর শেষ দুই ব্যাটারকে নিয়ে ৩৪ রান যোগ করে চট্টগ্রামকে সম্মানজনক পুঁজি এনে দেন সানি। ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে চট্টগ্রাম। ২টি চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সানি।

রিপন ২৩ রানে ও ফাহিম আশরাফ ১২ রানে ৩টি করে উইকেট নেন।