চলমান বিপিএলে উড়ছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল তারা। মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্টে ভক্তদের নজর কাড়ছে তারা।
সোমবার (১৩ জানুয়ারি) উড়তে থাকা রংপুরকে থামানোর সুযোগ ছিল খুলনা টাইগার্সের সামনে। ৩ ওভারে দরকার ২২ রান, হাতে তখনও ৭ উইকেট। তবে এমন সহজ সমীকরণও মেলাতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। রানের ব্যবধানে ৬ উইকেট খুইয়ে ৮ রানে হারে টাইগার্সরা।
এই নিয়ে টানা সপ্তম জয় তুলে নিয়েছে রংপুর। এমন দুর্দান্ত জয়ের পর খুলনা টাইগার্সদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার পোস্ট করে রংপুর। সেখানে দেখা যায়, একটি বাঘ তার গায়ের চামড়া খুলে রোদে শুকাচ্ছে। ছবির মাঝে সাদা কালিতে লেখা, ‘গরম লাগছে।’ ক্যাপশন ছিল আরও মজার, ‘ঐ বাঘ মামা, না প্লিজ!’ এর আগে ফরচুন বরিশাল দুইবার হারিয়েছে রংপুর রাইডার্স। দুইবারই বরিশালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার পোস্ট করে রংপুর। ‘বরিশালের লঞ্চে ধাক্কা’ ‘পোস্ট ডিলিট কর, সমস্যা হবে’ — এমন ফটোকার্ডও বেশ ভাইরাল হয়েছিল।