শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের শেষ টি২০ বৃষ্টিতে পরিত্যক্ত


প্রকাশ :

ক্যারিবিয়ান সফরে ইংল্যান্ডের শেষ ও পঞ্চম টি২০ ম্যাচটি বৃষ্টির কারনে বাতিল হয়ে গেছে। পাঁচ ম্যাচের সিরিজে সফরকারী ইংল্যান্ড ৩-১ ব্যবধানে জয়ী হয়েছে।

সেন্ট লুসিয়ায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় ইংল্যান্ড। বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে পাঁচ ওভারে বিনা উইকেটে ৪৪ রান সংগ্রহ করেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ১৪ ও এভিন লুইস ২৯ রানে অপরাজিত ছিলেন।

প্রথম তিনটি ম্যাচে জয়ী হয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ইংল্যান্ড। শনিবার চতুর্থ ম্যাচে ৫ উইকেটে জয়ী হয়ে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায়।

ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘সিরিজ জিততে পেরে আমরা আনন্দিত। এখানে আমরা অসাধারন কিছু ক্রিকেট খেলেছি। আমাদের মধ্যে জয়ের অভ্যাস ফিরে এসেছে।’

ক্যারিবীয় অধিনায়ক রোভমান পাওয়েল বলেছেন তার দল ধারাবাহিক ভাবে ভাল ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘এটা কঠিন একটি সিরিজ ছিল। জস ও তার দলের কৃতিত্ব এখানে অনেক। আমরাও ভাল খেলার চেষ্টা করেছি , কিন্তু সেটা যথেষ্ট ছিলনা।

৯ উইকেট নিয়ে সিরিজ সেরা মনোনীত হয়েছেন ইংল্যান্ডের ডানহাতি পেসার সাকিব মাহমুদ।