কিছু দিন আগেই বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর তার প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশের অন্যতম সেরা এই কোচ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দল নিয়ে বার্তা দিয়েছেন সালাউদ্দন।
এবারের টেস্ট স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার। তাই এবারের দলটা কিছুটা অনভিজ্ঞ। তবে দলের সবাই ভালো খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন কোচ সালাউদ্দিন।
বিসিবির প্রকাশিত এক ভিডিওতে সালাউদ্দিন বলেন, 'এবার যে স্কোয়াড আছে, মোটামুটি একটা অনভিজ্ঞ দল। তবে সবচেয়ে যেটা ভালো লাগছে যে, ছেলেরা খুব উজ্জীবিত ভালো খেলার জন্য। সবাই সাদা জার্সিটা পরতে চায়। সবার ওয়ার্ক এথিকস দেখে আমার ভালো লাগলো। ১৪ বছর পর আমি আবার এলাম ওয়েস্ট ইন্ডিজে, যেখান থেকে আমি শুরু করেছিলাম কোচিং। তাদের ওয়ার্ক এথিকস দেখে ভালো লাগছে। এই জায়গায় আমার মনে হয় আগের চেয়ে এগিয়ে আছে।'
টেস্টে সাধারণত ভালো করতে পারে না বাংলাদেশ। তবে এবার সাদা পোশাকের ক্রিকেটেও ভালো করার ব্যাপারে আশাবাদী সালাউদ্দিন। তিনি আরও বলেন, 'এই ছেলেদের স্বপ্নও বড়। তারা ব্যারিয়ারটা ভেঙে আরও উপরে উঠতে চায়। আশা করি তারা খুব ভালো করবে। টেস্ট জাতি হিসেবে ভালো করব।'