শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় মুশফিক


প্রকাশ :

আফগানিস্তানের বিপক্ষে বড় হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯২ রানে হেরেছে টাইগাররা। ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সন্দেহটা তখনই শুরু হয়। এরপর জানা গেছে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন তিনি।

এই চোটের কারণে সিরিজের পরের দুই ম্যাচ থেকে তিনি ছিটকে যাওয়ার শঙ্কায় মুশফিক। তার দ্বিতীয় ম্যাচে না খেলা অনেকটা নিশ্চিত। এই উইকেটরক্ষক ব্যাটারের চোট প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, 'আঙুলে চিড় হয়েছে বলে এখনো সাসপেক্ট করা হচ্ছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত এখনো আমাদের কাছে আসেনি।'

এছাড়া বিসিবির প্রধান নির্বাচক বলেন, 'হ্যাঁ একটা চোট পেয়েছে। যেটা মনে হচ্ছে একটু সিরিয়াস।  কতদিনের জন্য বাইরে থাকবে সেটা পরীক্ষার পর বোঝা যাবে। তবে আপাতত মনে হচ্ছে এই সিরিজে আর খেলতে পারবে না।'

আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুশফিক দলের গুরুত্বপূর্ণ সদস্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আছে। চিড় ধরা পড়লে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়েও শঙ্কায় পড়বেন তিনি।