ফ্লোরিডার পাম বিচের বিজয় মঞ্চে সমর্থকদের উচ্ছ্বাস ও করতালির মধ্যে নির্বাচনে জয় দাবি করার পর ডোনাল্ড ট্রাম্প আবারও জনসম্মুখে জানিয়েছেন, হত্যাচেষ্টা থেকে তার বেঁচে যাওয়ার একটি বিশেষ কারণ ছিল। গত জুলাইয়ে প্রচার সমাবেশে ট্রাম্পের ওপর হামলার কথা উল্লেখ করেন তিনি। সেই হামলায় আততায়ীর ছোড়া গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। ট্রাম্প বলেন, অনেকেই মনে করেন, ঈশ্বর তাকে কোনও নির্দিষ্ট কারণের জন্যই সেদিন রক্ষা করেছেন।
ওয়েস্ট পাম বিচে বক্তব্য রাখার সময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স। বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প ভোটারদের পাশাপাশি মেলানিয়াকেও ধন্যবাদ জানান।
তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট হওয়া বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তার সরকার প্রতিশ্রুতি রক্ষা করার লক্ষ্য নিয়ে কাজ করবে। পাশাপাশি, তিনি দেশের বিভক্তি দূর করে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প বলেন, “অতীতের বিভাজন পেছনে ফেলে এক হওয়ার এখনই সময়।”