মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

লেবাননে বিমান হামলায় বাংলাদেশি নিহত


প্রকাশ :

লেবাননে বিমান হামলার এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলায় মধ্যপ্রাচ্যের দেশটিতে আটকা পড়েছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি।

লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে নিহত ব্যক্তি ৩১ বছর বয়সি মোহাম্মদ নিজাম৷ শনিবার দুপুরে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন৷ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা তিনি৷

নিহত ব্যক্তির ভাই মোহাম্মদ জালালুদ্দিন জানিয়েছেন, নিজাম এক যুগের বেশি সময় ধরে বৈরুতে বসবাস করছিলেন৷ দেশে ফেরার জন্য যারা নিবন্ধন করেছিল তাদের মধ্যে তার নাম ছিল না বলেও জানান জালালুদ্দিন৷ বার্তা সংস্থা এএফপিকে জালালুদ্দিন বলেন, তারা নিজামের মরদেহ বাড়িতে দাফন করতে চান৷ এ ব্যাপারে সরকারের উত্তরে অপেক্ষায় আছেন৷

কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহ মোহাম্মদ তানভীর মনসুর জানিয়েছেন মরদেহ আনতে বৈরুত থেকে ফ্লাইটের ব্যবস্থা করা কঠিন৷ তিনি বলেন, ‘‘যুদ্ধের কারণে লেবানন থেকে বাংলাদেশে কোনো ফ্লাইট চলাচল করছে না৷''  লেবাননে নিবন্ধনকৃত প্রবাসীদের বাংলাদেশে ফেরত আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি৷ 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন৷ তার মধ্যে নিবন্ধনকৃতদের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর সহযোগিতায় দেশে প্রত্যাবার্তনের উদ্যোগ নেয় মন্ত্রণালয়৷ এর অংশ হিসেবে ছয় দফায় এখন পর্যন্ত ২৬৮ জন লেবাননপ্রবাসী ফিরে এসেছেন৷ সবশেষ গত বৃহস্পতিবার এসেছেন ৫২ জন৷

গত সেপ্টেম্বরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরায়ল৷ উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহ সদস্যদের দমনে স্থল অভিযানও পরিচালনা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী৷ ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহও৷ ২৩ সেপ্টম্বর থেকে এই যুদ্ধে এখন পর্যন্ত লেবাননে এক হাজার ৯৩০ জন প্রাণ হারিয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে এএফপি৷ অন্যদিকে ৩০ সেপ্টেম্বর স্থল অভিযান শুরুর পর থেকে ৩৮ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল৷