আফগান সীমান্তঘেঁষা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা ও পাঁচ সদস্য নিহত হয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) কুররমের দোগার এলাকায় জঙ্গিদের একটি আস্তানায় অভিযান চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে সেনা ক্যাপ্টেনসহ ছয়জন প্রাণ হারান। পাল্টা অভিযানে সাতজন জঙ্গিও নিহত হয়েছে বলে দাবি করেছে আইএসপিআর।
বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্তবর্তী অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সেনাবাহিনী এসব গোষ্ঠীকে ‘ফ্যাসাদ সৃষ্টিকারী’ বলে উল্লেখ করেছে। স্থানীয় সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী সাধারণত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কেই এভাবে অভিহিত করে থাকে।
ইসলামাবাদ দাবি করেছে, ভারত-সমর্থিত টিটিপি আফগান তালেবানদের আশ্রয়ে থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে ভারত ও আফগানিস্তান উভয় দেশই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশজুড়ে বিদ্রোহী হামলার সংখ্যা বেড়েছে, যার ফলে পুরো সীমান্তাঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে।