রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানো উচিত আরব রাষ্ট্রগুলোর: ব্রিটিশ বিশ্লেষক


প্রকাশ :

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে মঙ্গলবার সন্ধ্যা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন শিশু। ক্রমবর্ধমান এই আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক রব গেইস্ট পিনফোল্ড।

বুধবার (২৯ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এখনই সময় তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর মতো আঞ্চলিক শক্তিগুলোর যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া উচিত— যেন তারা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে ফিরিয়ে আনতে বাধ্য করে।”

পিনফোল্ডের মতে, ইসরায়েল এই আগ্রাসনের মাধ্যমে গাজার বর্তমান অচলাবস্থাকে স্থায়ী করতে চায়। তিনি বলেন, “এই সংঘাতের কোনো সমাধান নয় এটি— বরং এটি এমন এক প্রক্রিয়া যা নতুন করে সংঘাতের বীজ বপন করছে।”

তিনি আরও বলেন, ইসরায়েল ইতোমধ্যে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখল করেছে, বাকিটুকু একেবারে অবরুদ্ধ অঞ্চল হিসেবে পরিণত হয়েছে। ফলে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে, যার আওতায় যুদ্ধবিরতি কার্যকর হয় ১০ অক্টোবর সকাল ৯টা থেকে। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই চুক্তি ভঙ্গ করে ফের হামলা শুরু করে ইসরায়েল।

গাজায় চলমান হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের মে মাসেও ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজায় আক্রমণ চালায় এবং সাহায্য বিতরণকেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। এতে বহু মানুষ নিহত হন, খাদ্যসংকটে দেখা দেয় মারাত্মক দুর্ভিক্ষ।

এদিকে, গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে দেশটি বর্তমানে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের মুখোমুখি।