রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

জাপানি প্রধানমন্ত্রীর হ্যান্ডব্যাগ ভাইরাল


প্রকাশ :

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ব্যবহৃত একটি হ্যান্ডব্যাগ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনার কেন্দ্রে এসেছে ১৪৫ বছরের ঐতিহ্যবাহী দেশীয় চামড়াজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘হামানো ইনকর্পোরেটেড’।

বুধবার (২৯ অক্টোবর) সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী তাকাইচি নিয়মিত ব্যবহার করেন হামানোর তৈরি ‘গ্রেস ডিলাইট টোট’ ব্যাগ। সম্পূর্ণ চামড়ার তৈরি হলেও এর ওজন মাত্র ৭০০ গ্রাম। ব্যাগটি সৌন্দর্য ও ব্যবহারিকতার নিখুঁত ভারসাম্য বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এর দাম ৮৯৫ ডলার। ব্যাগটি নিয়ে আগ্রহ এতটাই বেড়েছে যে বর্তমানে কোম্পানিটি অর্ডারে ভরে গেছে।

হামানোর ওয়েবসাইটে জানানো হয়েছে, বিপুল অর্ডারের কারণে এপ্রিলের আগে নতুন ক্রেতাদের কাছে সরবরাহ সম্ভব নয়। প্রতিষ্ঠানটি গ্রাহকদের ধৈর্যের প্রশংসা জানিয়ে দেরির জন্য দুঃখ প্রকাশ করেছে।

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর এই পছন্দ বিশেষ করে কর্মজীবী নারীদের মধ্যে দেশীয় ব্র্যান্ডের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। টোকিওর আওয়ামা গাকুইন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর কাওরি নাকানো বলেন, ‘এই ব্যাগটি ব্যবস্থাপক ও পেশাজীবী নারীদের জন্য একাধারে নির্ভরযোগ্য ও মার্জিত পছন্দ। একই মানের বিদেশি ব্র্যান্ডের তুলনায় দামও অনেক কম।’

নাকানো আরও বলেন, তাকাইচি প্রায়ই জাপানি ডিজাইনার জুন আশিদার পোশাক পরেন। দেশীয় ব্যাগ ও পোশাক ব্যবহার করে প্রধানমন্ত্রী শুধু নিজের রুচি নয়, জাপানি শিল্প ও ঐতিহ্যের প্রতি সমর্থনেরও বার্তা দিচ্ছেন। তার এই উদাহরণ ইতিমধ্যেই দেশজুড়ে ইতিবাচক প্রভাব ফেলছে।