থাইল্যান্ডের সাবেক রানি এবং বর্তমান রাজা মহা ভজিরালংকর্নের মা সিরিকিত মাহিদোল ৯৩ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
রাজপরিবারের দপ্তর এক বিবৃতিতে জানায়, দীর্ঘদিন ধরেই রানি সিরিকিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার রক্তে সংক্রমণ দেখা দিলে অবস্থার অবনতি হয়।
সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে দীর্ঘতম সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী। রাজা ভূমিবল ২০১৬ সালে মারা যান।
রাজা ভজিরালংকর্ন তার মায়ের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার নির্দেশ দিয়েছেন। ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুসিত থ্রোন হলে রানি সিরিকিতের মরদেহ সংরক্ষিত থাকবে। রাজপরিবার এক বছরব্যাপী শোক পালন করবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে সঙ্গীত শিক্ষার সময় সিরিকিতের সঙ্গে রাজা ভূমিবলের পরিচয় হয়। তখন তার বাবা ছিলেন ফ্রান্সে নিযুক্ত থাই রাষ্ট্রদূত। ব্যাংককে রাজা ভূমিবলের অভিষেকের এক সপ্তাহ আগে তারা বিয়ে করেন।
১৯৬০-এর দশকে রাজা ভূমিবল ও রানি সিরিকিত বিশ্বভ্রমণে বেরিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন—যাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও সংগীতশিল্পী এলভিস প্রিসলি।
থাইল্যান্ডে রানি সিরিকিত ‘জাতির জননী’ হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭৬ সাল থেকে তার জন্মদিন ১২ আগস্ট দেশটিতে জাতীয় মা দিবস হিসেবে পালিত হয়।
২০১২ সালে স্ট্রোক হওয়ার পর থেকে তিনি খুব কমই জনসমক্ষে দেখা দিতেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েকে রেখে গেছেন।