রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা


প্রকাশ :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই এশিয়া সফরে যাচ্ছেন। সফরটি নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক। চলমান বাণিজ্য উত্তেজনা ও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই বৈঠকের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বুধবার ট্রাম্প জানিয়েছেন, মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সফর করবেন তিনি। যদিও হোয়াইট হাউস এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন—সফরের সময় শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক অনিশ্চিতও হতে পারে।

তবে তিনি আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে ‘একটি ভালো চুক্তি’ হতে পারে।

মালয়েশিয়া ও জাপান সফর:
২৬ থেকে ২৮ অক্টোবর আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নিতে ট্রাম্পের প্রথম গন্তব্য মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি মালয়েশিয়ার সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি সই করতে পারেন। পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনার তত্ত্বাবধান করার উদ্যোগও নিতে পারেন তিনি, যা নোবেল শান্তি পুরস্কারের লক্ষ্যে তার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ট্রাম্প থাইল্যান্ড–কম্বোডিয়া আলোচনায় ইতিবাচক অগ্রগতি দেখতে আগ্রহী। এছাড়া তিনি সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।

এরপর ট্রাম্প যাবেন জাপানে, যেখানে নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সঙ্গে বৈঠক করবেন তিনি। তাকাইচি সম্প্রতি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।

চূড়ান্ত গন্তব্য দক্ষিণ কোরিয়া:
ট্রাম্পের সফরের শেষ ধাপ দক্ষিণ কোরিয়ায়, যেখানে তিনি ২৯ অক্টোবর এপেক (এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন) সম্মেলনে যোগ দেবেন। এখানেই শি জিনপিংয়ের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক হওয়ার কথা।

এটি ক্ষমতায় ফেরার পর দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ হতে পারে। তবে চীনের বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক এখনও টানটান।

ট্রাম্প মঙ্গলবার বলেছিলেন, বৈঠকটি “হয়তো নাও হতে পারে”, কিন্তু বুধবার আবার জানান, তিনি এখনো “সবকিছু নিয়েই আশাবাদী”। তিনি আশা প্রকাশ করেন, ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চীন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ইতিবাচক প্রভাব রাখতে পারে।

এদিকে সফরের আগেই উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ট্রাম্প জানিয়েছেন, কিম জং উনের সঙ্গেও আলোচনার ইচ্ছা আছে তার, যদিও এবারকার সফরে কোনো আনুষ্ঠানিক বৈঠক নির্ধারিত নয়।