রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী আফ্রিদি


প্রকাশ :

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আজ বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিটিআইয়ের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের তালিকায় মুখ্যমন্ত্রী আফ্রিদির নাম শীর্ষে রয়েছে। সিনেটর আলি জাফর এই তালিকাটি জেল প্রশাসনের কাছে পাঠিয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজই নির্ধারিত সময়ে প্রতিনিধি দলটি ইমরান খানের সঙ্গে দেখা করবে।

আফ্রিদির আগের সাক্ষাতের আবেদনটি অনুমোদিত না হলেও এবার সেটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি দলে আরও রয়েছেন এমএনএ জুনাইদ আকবর, এমপিএ মীনা খান, সাজ্জাদ চিমা এবং রানা ফারাজ নূন।

অন্যদিকে ইসলামাবাদ হাইকোর্ট পিটিআই চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত সব মামলা একসঙ্গে শুনানির জন্য তিন সদস্যের একটি বৃহত্তর বেঞ্চ গঠন করেছে। প্রধান বিচারপতি সারফরাজ দোগারের নেতৃত্বে থাকা বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি আরবাব মুহাম্মদ তাহির ও বিচারপতি আজম খান।

শুনানির তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী আফ্রিদির সাক্ষাতের অনুমতির আবেদন, কারাগারে থাকা এক বন্দি ইরফানের আবেদন—যিনি ইমরান খানের মতোই সুযোগ–সুবিধা দাবি করেছেন—এছাড়াও আদালত অবমাননা সংক্রান্ত আরও কয়েকটি মামলা।

শিবলী ফারাজ, আলিমা খান ও সালমান আকরাম রাজাসহ পিটিআই নেতারা অভিযোগ করেছেন, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এখনো ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।

আজকের শুনানিতে কারা প্রশাসনের সাক্ষাৎ–নীতি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া (এসওপি) এবং জেল ব্যবস্থাপনা–সংক্রান্ত আবেদনগুলোও একসঙ্গে বিবেচনা করা হবে।

ইসলামাবাদ হাইকোর্ট ইতোমধ্যেই আজকের শুনানির কার্যতালিকা প্রকাশ করেছে।