রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মতবিরোধের জেরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ করলেন নেতানিয়াহু


প্রকাশ :

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। কাতারে সাম্প্রতিক বিমান হামলা এবং গাজা সিটি দখল অভিযানসহ কয়েকটি নীতিগত বিষয়ে মতবিরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট জানায়, হানেগবিকে জানানো হয়েছে—জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে। ফলে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে।

হানেগবি বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইসরাইলের সাম্প্রতিক ব্যর্থতাগুলো নিয়ে তদন্ত হওয়া দরকার।” তিনি আরও স্বীকার করেন, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময় যে ব্যর্থতা ঘটেছিল, তাতে তাঁরও দায় রয়েছে।

স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২ জানায়, দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি বিমান হামলা এবং গাজা দখলের পরিকল্পনা নিয়ে হানেগবি ও নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়।

মন্ত্রিসভার বৈঠকে হানেগবি সতর্ক করে বলেন, “গাজা সিটি দখলের চেষ্টা ইসরাইলি বন্দিদের জীবনের ঝুঁকি বাড়াতে পারে।” তিনি সেনাপ্রধান ইয়াল জামিরের মতের সঙ্গে একমত হয়ে ওই অভিযান নিয়ে আপত্তি জানান।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় ইসরাইলের চালানো বিমান হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ওই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানানো হয়।