ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আমন্ত্রণ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে প্রস্তুত। সম্ভাব্য এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।
সম্প্রতি ট্রাম্প ও পুতিন উভয়েই ইঙ্গিত দিয়েছেন, তারা কয়েক সপ্তাহের মধ্যেই বুদাপেস্টে সাক্ষাৎ করতে পারেন। হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাপ্ত করার প্রচেষ্টায় কাজ করছেন।
সোমবার (২০ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, “যদি আমাকে বুদাপেস্টে আমন্ত্রণ জানানো হয়, আর যদি প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন সেখানে সাক্ষাৎ করেন এবং ট্রাম্প আমার সঙ্গেও দেখা করতে চান, তাহলে কোনো না কোনোভাবে আমরা একটি ফরম্যাটে একমত হতে পারব।”
জেলেনস্কি হাঙ্গেরির আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে হাঙ্গেরিকেই সবচেয়ে ‘মস্কো-সমর্থক’ দেশ হিসেবে দেখা হয়।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে উদ্দেশ করে জেলেনস্কি আরও বলেন, “একজন প্রধানমন্ত্রী যিনি সর্বত্র ইউক্রেনকে অবরুদ্ধ করেন, আমি মনে করি না তিনি ইউক্রেনীয়দের জন্য কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।”
এর আগে কিয়েভ জানিয়েছিল, তুরস্ক, সুইজারল্যান্ড ও ভ্যাটিকানের মতো নিরপেক্ষ কোনো দেশে জেলেনস্কি-পুতিন-ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন হলে তারা অংশ নিতে প্রস্তুত।
উল্লেখ্য, ১৯৯৪ সালে মস্কো হাঙ্গেরিতে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছিল, যার উদ্দেশ্য ছিল ইউক্রেন, বেলারুশ ও কাজাখস্তানের নিরাপত্তা নিশ্চিত করা—বিনিময়ে তারা সোভিয়েত যুগের অবশিষ্ট পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি হয়।