ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফের একই দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি তাকে জানিয়েছেন—ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই মন্তব্যের পর প্রশ্ন ওঠে, ভারত সরকার তো বলছে মোদি ও ট্রাম্পের মধ্যে কোনো কথাই হয়নি? জবাবে ট্রাম্প বলেন, “ওরা যদি বলে যে আমাদের মধ্যে কথা হয়নি, তাহলে তারা রাশিয়া থেকে তেল কেনার জন্য বিপুল শুল্ক দিতে হবে। কিন্তু ওরা এই শুল্ক দিতে চায় না।”
এটি ট্রাম্পের দ্বিতীয়বারের মতো একই দাবি। এর আগেও তিনি জানিয়েছিলেন, মোদি নাকি তাকে বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি নাকচ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেন, “মোদি ও ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।” পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ভারত জ্বালানি কেনাবেচায় সব সময় নিজের জাতীয় স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতেও নেবে।