ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পাসিতান রিজেন্সিতে ৭৪ বছর বয়সী তরমান নামের এক বৃদ্ধ তার চেয়ে ৫০ বছরের ছোট ২৪ বছর বয়সী শেলা আরিকাকে বিয়ে করে সাড়া ফেলেছেন। এই বিয়ে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।
বিয়ের দিন, ১ অক্টোবর, জাঁকজমকপূর্ণ সেই আয়োজনে বর তরমান নববধূ শেলাকে দেন তিন বিলিয়ন রুপিয়াহ দেনমোহর—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি ২২ লাখ টাকার সমান। শুরুতে জানানো হয়েছিল দেনমোহর হবে এক বিলিয়ন রুপিয়াহ, কিন্তু অনুষ্ঠানের সময় তা বেড়ে তিন বিলিয়নে পৌঁছায়।
ঘটনা আরও আলোচনায় আসে যখন নবদম্পতি বিয়ের আলোকচিত্রী ও ভিডিওগ্রাফি দলের পারিশ্রমিক না দিয়েই উধাও হয়ে যান। এ নিয়ে ওই সংস্থা পুলিশের কাছে অভিযোগ করেছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
অতিথিদের প্রতিজনকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এক লাখ রুপিয়াহ নগদ। তবে বিয়ের পর থেকেই অনলাইনে নানা গুজব ছড়িয়ে পড়ে—কেউ দাবি করেন, বর নাকি কনের পরিবারের মোটরসাইকেলে পালিয়েছেন; আবার কেউ তিন বিলিয়ন রুপিয়াহর চেকটি আসল কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।
বিতর্কের মুখে তরমান সামাজিক মাধ্যমে জানান, দেনমোহর সম্পূর্ণ বৈধ এবং তা ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়ার মাধ্যমে অনুমোদিত। তিনি আরও বলেন, “আমি আমার স্ত্রীকে ছেড়ে যাইনি, আমরা এখনও একসঙ্গে আছি।”
কনের পরিবারও জানায়, পালিয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন—তারা আসলে মধুচন্দ্রিমায় গিয়েছেন।
এদিকে ফটোগ্রাফি সংস্থার অভিযোগের ভিত্তিতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
জার্নাল অব ফ্যামিলি ইস্যুজ জানিয়েছে, ইন্দোনেশিয়ায় দাম্পত্য জীবনে বয়সের পার্থক্য সাম্প্রতিক বছরগুলোতে কমে এলেও এই বিয়ে আবারও সেই বিতর্ককে উসকে দিয়েছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট