রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরাইলের হামলা, একই পরিবারের ১১ জন নিহত


প্রকাশ :

অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ইসরাইলি বাহিনীর হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র আট দিন পরেই এমন হামলা চালায় ইসরাইল, যা চুক্তি ভঙ্গের স্পষ্ট উদাহরণ।

রোববার (১৯ অক্টোবর) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, শুক্রবার সন্ধ্যায় গাজার জায়তুন এলাকায় আবু শাহবান পরিবারের একটি বেসামরিক গাড়িতে ইসরাইলি ট্যাংকের গোলা নিক্ষেপ করা হয়। গাড়িটিতে পরিবারের সদস্যরা তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি দেখতে যাচ্ছিলেন।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী ছিলেন। তিনি মন্তব্য করেন, “এই হামলা প্রমাণ করে দখলদার বাহিনী এখনো নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা করছে।”

সংস্থাটি আরও জানায়, জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তর (ওসিএইচএ)-এর সহায়তায় নয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বিস্ফোরণের তীব্রতায় দুই শিশুর দেহাবশেষ এখনো নিখোঁজ রয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই হামলাকে ‘গণহত্যা’ হিসেবে নিন্দা জানিয়েছে। সংগঠনটির দাবি, কোনো উসকানি ছাড়াই ওই পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছে ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে বাধ্য করার জন্য।

অন্যদিকে গাজার মিডিয়া অফিস জানায়, চলমান বন্দি বিনিময় প্রক্রিয়ার মধ্যেও গত সপ্তাহে ইসরাইলি বাহিনীর হাতে অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তার প্রবাহও কঠোরভাবে সীমিত করে রাখা হয়েছে।