আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সীমান্তবর্তী স্পিন বোলদাক শহরে পাকিস্তানি বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত ও ১৭০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা জানিয়েছেন, হামলাটি চালানো হয় যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। গত ১৫ অক্টোবর শুরু হওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ১৭ অক্টোবর দুপুরে শেষ হয়, এরপরই এই বিমান হামলা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, এ হামলায় শুধুমাত্র বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। নিহতদের মরদেহ স্পিন বোলদাকের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে, যেখানে শত শত মানুষ জানাজায় অংশ নেন।