মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, তিনি ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে সিআইএকে অনুমোদন দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানান, মাদক ও অপরাধ দমনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ঘটনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “না হবে কোনো সরকার পরিবর্তন, না হবে সিআইএ-নিয়ন্ত্রিত অভ্যুত্থান।” তিনি সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন এবং সামরিক মহড়ারও ঘোষণা দেন।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে “যুদ্ধবাজ ও উসকানিমূলক” আখ্যা দেন। অন্যদিকে ট্রাম্প জানান, ক্যারিবীয় অঞ্চলে মাদকচক্র দমনে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও বিমান মোতায়েন করা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তবে ট্রাম্প প্রশাসন বলছে, এসব অভিযান মাদকবিরোধী যুদ্ধের অংশ।