রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মস্কো সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট, বাশার আল আসাদকে ফেরত চাওয়ার প্রস্তুতি


প্রকাশ :

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বুধবার (১৫ অক্টোবর) প্রথমবারের মতো রাশিয়া সফরে গেছেন। সেখানে তিনি মস্কোর কাছে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ফেরত চাওয়ার অনুরোধ জানাবেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

একজন সিরীয় কর্মকর্তা এএফপিকে বলেন, শারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধাপরাধে অভিযুক্ত ও রাশিয়ায় অবস্থানরত ব্যক্তিদের, বিশেষ করে বাশার আল আসাদকে সিরিয়ার হাতে তুলে দেওয়ার আহ্বান জানাবেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে বিদ্রোহের মুখে ক্ষমতাচ্যুত হয়ে আসাদ মস্কোতে আশ্রয় নেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, শারা দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনায় বসবেন।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে। বর্তমানে দেশটিতে রাশিয়ার দুটি ঘাঁটি রয়েছে—হামেইমিম বিমান ঘাঁটি ও তারতুস নৌঘাঁটি।