রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ১২


প্রকাশ :

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। খাইবার পাখতুনখোয়ার কুররম সীমান্ত এলাকায় বুধবার সকালের এই সংঘাতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত ও শতাধিক আহত হন। খবর রয়টার্সের।

জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে কুররম সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে গুলি চালায় আফগান বাহিনী ও পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এর জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানের সেনারা।

পাকিস্তান দাবি করেছে, সংঘাতে আফগান সেনাবাহিনীর একাধিক সীমান্ত পোস্ট ও ট্যাংক ধ্বংস করা হয়েছে, টিটিপির এক কমান্ডারও নিহত। অন্যদিকে আফগান তালেবান বলছে, পাকিস্তানের হামলাতেই বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে চলতি মাসের ১১ তারিখেও দুই দেশের সীমান্তে বড় সংঘর্ষে উভয় পক্ষের সৈন্য নিহত হয়েছিল। দুই দেশের সম্পর্ক এখন চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।