সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

রাহুল গান্ধীর ডাক: ভোট চুরি ঠেকাতে মাঠে নামুক তরুণ প্রজন্ম


প্রকাশ :

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফের ভোট ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন। তার অভিযোগ, নির্বাচন কমিশনের সহযোগিতায় ক্ষমতাসীন বিজেপি সারা দেশে ‘ভোট ডাকাতি’ চালাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, তরুণরা—বিশেষ করে শিক্ষার্থী ও জেনারেশন জেড—সংবিধান রক্ষার লড়াইয়ে এগিয়ে আসবে, গণতন্ত্রকে রক্ষা করবে এবং ভোট চুরির পথ রুখে দেবে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নেপালের তরুণ প্রজন্ম একসময় আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়েছিল। রাহুলের বক্তব্য সেই অভিজ্ঞতার সঙ্গেই সাযুজ্য তৈরি করে। তবে এটাকে শুধু প্রতিবেশী উদাহরণ টেনে আনা নয়, বরং ভারতের রাজনীতিতে তরুণদের সক্রিয়তার ওপরও চাপ তৈরি করার চেষ্টা।

বিজেপি অবশ্য এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলটির নেতারা বলছেন, কংগ্রেস বহুদিন ধরেই নির্বাচনে পিছিয়ে আছে। সেটার কারণ ভোট কারচুপি নয়, তাদের দুর্বল সংগঠন। তাদের দাবি, নরেন্দ্র মোদি টানা তিনবার জনগণের ভোটে জয়ী হয়েছেন, সেটাই আসল প্রমাণ।

নির্বাচন কমিশনও পাল্টা ব্যাখ্যা দিয়েছে। কর্ণাটকের আলন্দ আসনে ভোটার তালিকা থেকে ছয় হাজার নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয় এবং সেখানেই কংগ্রেস প্রার্থী শেষ পর্যন্ত জয় পান। কমিশনের দাবি, তারা নিজেরাই বিষয়টি তদন্ত করেছে।

রাজনীতিবিদদের মতে, রাহুল গান্ধীর এই ‘তরুণদের প্রতি আহ্বান’ হয়তো নতুন উদ্দীপনা জাগাতে পারে। তবে বিজেপির পাল্টা প্রচারণা আর কমিশনের বক্তব্যের মুখে সেই বার্তা ভোটারদের মন ছুঁতে পারবে কি না, সেটাই এখন প্রশ্ন।