রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

‘বাংলা বললেই বাংলাদেশি’ ভারতে বাঙালিদের হয়রানির অভিযোগ মমতার


প্রকাশ :

ভারতের রাজধানী দিল্লিসহ একাধিক রাজ্যে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্তা ও উচ্ছেদের অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে বাংলাভাষীদের উপর চলমান নিপীড়নের প্রতিবাদে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ আনেন।

‘বাংলায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যায় না’

মমতা ব্যানার্জী লিখেছেন, “নয়াদিল্লির বসন্তকুঞ্জ থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।”

তিনি অভিযোগ করেন, ওই এলাকার বাংলাভাষী শ্রমিকদের জল ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর সহায়তায় জবরদস্তি উচ্ছেদের চেষ্টা চলছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেউ বাংলায় কথা বললে, তিনি বাংলাদেশি হয়ে যান না। ভাষা নির্বিশেষে তারা ভারতেরই নাগরিক।”

নিজের দেশেই বাংলাভাষীরা অনুপ্রবেশকারী?’

জয় হিন্দ ক্যাম্পে চলমান উচ্ছেদ অভিযানকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে মমতা দাবি করেন, “আশ্রয়, জল ও বিদ্যুৎ – এই মৌলিক অধিকারগুলো যদি এভাবে পদদলিত করা হয়, তাহলে আমরা কীভাবে নিজেদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে দাবি করব?”

তিনি জানান, পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক সম্মানের সঙ্গে বসবাস করছেন। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের নিজেদের দেশেই অনুপ্রবেশকারী হিসেবে দেখা হচ্ছে।

অন্যান্য রাজ্যেও একই অভিযোগ

মমতা ব্যানার্জী অভিযোগ করেন, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, মধ্যপ্রদেশ, এমনকি দিল্লিতেও একই ধরনের নিপীড়ন চলছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের অধিকার হরণে ব্যর্থ হয়ে এখন সারা দেশেই বাঙালিদের টার্গেট করছে বিজেপি।

বিজেপির পাল্টা দাবি

অন্যদিকে বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, জয় হিন্দ কলোনি একটি ‘অবৈধ বসতি’ এবং আদালতের নির্দেশ অনুসারে উচ্ছেদ অভিযান চলছে। তিনি বলেন, “এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে, এই এলাকা থেকেই কিছুদিন আগে ২৬ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।”

বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করছে এবং এ কাজ করছে ‘ভোট ব্যাংক’ রাজনীতির স্বার্থে।

একাধিক মামলার কথা উঠে এসেছে

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, দিল্লি, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্রসহ একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষীদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে আটক ও ডিপোর্ট করার ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে একাধিক আদালতে মামলাও চলছে।

উল্লেখযোগ্য একটি মামলায়, দিল্লিতে আটক হওয়া বীরভূমের কয়েকজন শ্রমিককে ‘বাংলাদেশি’ দাবি করে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে।

বিশেষজ্ঞদের বিশ্লেষণ

হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বিবিসিকে জানান, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেছে বেছে বাংলাভাষী মুসলমানদের টার্গেট করা হচ্ছে। তার মতে, তৃণমূল সরকার আক্রান্তদের সহায়তা করতে চাইলেও প্রথমদিকে রাজনৈতিক দ্বিধায় ভুগেছে। তবে নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকা সংশোধনের উদ্যোগে এখন তারা কণ্ঠস্বর জোরদার করছে।

রাজনৈতিক বিশ্লেষক সৌম্য গাঙ্গুলির মতে, “বাংলা বললেই বাংলাদেশি বলে অপবাদ দেওয়ার ঘটনা নতুন নয়। তবে অনুপ্রবেশের সত্য ঘটনাও একপাশে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুই বাস্তবতাকে আলাদা করা খুব কঠিন হয়ে পড়েছে।”