বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইরানে ৭ শতাধিক ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার, ৫ জনের ফাঁসি কার্যকর


প্রকাশ :

ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর হয়ে কাজ করার অভিযোগে ৭০০-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী। এরইমধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এবং রাষ্ট্র-সম্পৃক্ত নুর নিউজ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের সামরিক উত্তেজনার সময় এই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। ওই সময় ইসরায়েল একযোগে সামরিক আক্রমণ ও গুপ্তচরবৃত্তি চালিয়েছিল, যার লক্ষ্য ছিল ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা।

মানবাধিকার সংগঠনগুলো বরাবরই ইরানের এমন গণগ্রেপ্তারের সমালোচনা করে আসছে। তারা বলছে, এসব ঘটনায় যথাযথ বিচারিক প্রক্রিয়া মানা হয় না এবং বন্দিদের অধিকার লঙ্ঘিত হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে দোষী প্রমাণিত পাঁচ ব্যক্তির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করেছে ইরান।

ইরানের বিচার বিভাগ-সংক্রান্ত বার্তা সংস্থা মিযান জানায়, অভিযুক্তরা মোসাদের হয়ে কাজ করতেন এবং তারা দেশটির এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র ও সরঞ্জাম চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সংঘাত শুরুর আগেই ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে ‘ছায়াযুদ্ধ’ চলছিল। এ সময় বহু ইরানি নাগরিককে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল পারমাণবিক কর্মসূচিতে অন্তর্ঘাত, বিজ্ঞানীদের হত্যা, এবং গোপন তথ্য পাচারের মতো অপরাধে।

এদিকে, ইরানের খুজেস্তান প্রদেশে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও ২৩ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। তাসনিম বার্তা সংস্থা জানায়, ইরাক সীমান্তঘেঁষা শহর আহভাজের সরকারি কৌঁসুলিরা তাদের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ এবং ‘শত্রু রাষ্ট্রের পক্ষ হয়ে তথ্য সংগ্রহ ও প্রচার চালানোর’ অভিযোগ এনেছেন।

তবে স্বাধীন গণমাধ্যম ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এসব অভিযোগ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।