বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বিধ্বস্ত উড়োজাহাজ থেকে এক যাত্রীকে জীবিত উদ্ধার--পুলিশ


প্রকাশ :

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজের এক যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ফ্লাইটের ১১এ আসনে থাকা ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

উড়োজাহাজটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জি.এ. মালিক সংবাদসংস্থা এএনআই-কে জানান, দুর্ঘটনাস্থলে তল্লাশির সময় বিশ্বকুমার রমেশকে জীবিত অবস্থায় পাওয়া যায়। তিনি জানান, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে যাচ্ছে।