বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ৯ সন্তান হারানো সেই ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু


প্রকাশ :

দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় একে একে নয় সন্তানকে হারানো সেই শোকাহত ফিলিস্তিনি বাবা, ডা. হামদি আল-নাজ্জার নিজেও একই হামলায় আহত হয়ে শেষপর্যন্ত মারা গেলেন।

শনিবার (৩১ মে) এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মুনির আল-বর্শ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি লিখেছেন, “ডা. আলা আল-নাজ্জারের স্বামী ডা. হামদি আল-নাজ্জার দক্ষিণ খান ইউনিসে নিজ বাড়িতে ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলায় গুরুতর আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন। তিনি তাঁর নয় সন্তান ও পরিবারের অন্য সদস্যদের পাশে চলে গেলেন।”

মুনির আল-বর্শ আরও জানান, “একটি গোটা পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। কেবল একজন শোকাহত মা ও তাঁর আহত সন্তান আদমই বেঁচে আছেন।”

গত ২৪ মে ইসরায়েলি বাহিনী ডা. হামদি আল-নাজ্জারের বাড়িতে বিমান হামলা চালায়। ওই সময় তিনি গুরুতর আহত হন। একই সময়, তাঁর স্ত্রী ডা. আলা আল-নাজ্জার—একজন শিশু বিশেষজ্ঞ—গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে কর্তব্যরত ছিলেন। কাজের মাঝে হঠাৎ তিনি খবর পান, তাঁর নয় সন্তানের পোড়া মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। সন্তানদের ক্ষতবিক্ষত মরদেহ দেখে তিনি ভেঙে পড়েন কান্নায়।

পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে এখন কেবল তাঁদের ছেলে আদম বেঁচে আছেন। আত্মীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতদের মরদেহ এতটাই পুড়ে গিয়েছিল যে, চেনা যাচ্ছিল না।

ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে, তারা আল-নাজ্জার পরিবারের বাড়িতে চালানো ড্রোন হামলার তদন্ত করবে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল যে ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে আসছে, তাতে এখন পর্যন্ত প্রায় ৫৪,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা জানিয়েছে, গাজার ২০ লাখেরও বেশি মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।