সম্প্রতি সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ভারতের কোনো যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন।
বুধবার (৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে আইএসপিআরের ডিজি বলেন, “ভারতের কোনো যুদ্ধবিমানকে আমাদের আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি, ঠিক তেমনই পাকিস্তানের পক্ষ থেকেও কোনো যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি।”
তিনি আরও দাবি করেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী যথাযথ ও শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে এবং একাধিক ভারতীয় সামরিক চৌকি ধ্বংস করেছে। তিনি একটি ব্রিগেড সদর দপ্তরের ভিডিও ফুটেজ উপস্থাপন করেন, যেখান থেকে ভারতের পক্ষ থেকে লাইন অব কন্ট্রোল (এলওসি) লঙ্ঘনের অভিযোগ করা হয়।
আইএসপিআর মহাপরিচালকের ভাষ্যমতে, পাকিস্তান বাহিনী ছাতরি, জুরা, সারলিয়া-১ এবং একটি ব্যাটালিয়ন সদর দপ্তরসহ বেশ কয়েকটি ভারতীয় চৌকি ধ্বংস করেছে।
এদিকে, পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এর পাইলটদের আটক করেছে। পাকিস্তানের একাধিক গণমাধ্যম, যেমন জিও নিউজ ও ডন, এই খবর প্রকাশ করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ভূপাতিত বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এছাড়া কয়েকটি ড্রোন ধ্বংস করার দাবিও করেন তিনি। তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব জানান, এসব বিমান আখনূর, আম্বালা, বারনালা এবং জম্মু এলাকায় ভূপাতিত হয়েছে।
আইএসপিআরের ডিজি নিশ্চিত করেন, সংঘর্ষের পর পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে এসেছে।