পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছে বিরোধী দল পিটিআই।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সিনেটে পিটিআই নেতা আলি জাফর বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে এখন সবার একসঙ্গে বসা জরুরি, যেখানে ইমরান খানের অংশগ্রহণ অত্যাবশ্যক। শিবলি ফারাজ দাবি করেন, ইমরান টিভিতে বক্তব্য দিয়ে ওয়াগা সীমান্তমুখী পদযাত্রার ডাক দিলে কোটি মানুষ সাড়া দেবে।
সরকারি দলের সিনেটররা পেহেলগামের হামলাকে ভারতের ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বলে অভিযোগ করেন এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন তোলার আহ্বান জানান।