হোয়াইট হাউস দাবি করেছে, ওমানে আসন্ন ইরান-মার্কিন আলোচনা 'প্রত্যক্ষ' বা সরাসরি হবে। তবে তেহরান জানিয়েছে, আগামী শনিবার উভয় পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের 'পরোক্ষ' আলোচনা হবে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করে জানিয়েছেন, দুই পক্ষ ওমানে 'সরাসরি' আলোচনা শুরু করবে। তিনি বলেন, শনিবারের কথা বলতে গেলে, প্রেসিডেন্ট যেমনটি বলেছেন, শনিবার ইরানের সঙ্গে সরাসরি আলোচনা হবে।
তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি। আমাদের একটি খুব বড় বৈঠক আছে এবং আমরা দেখব কী হতে পারে।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেশ কয়েকবার বলেছেন, আলোচনার ধরণ হবে 'পরোক্ষ'। মঙ্গলবার সন্ধ্যায় আরাকচি বলেন, ওয়াশিংটন পরোক্ষ আলোচনায় রাজি হয়েছে।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত 'সর্বোচ্চ চাপ' ও হুমকি বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত ন্যায্য আলোচনার কোনো ভিত্তি নেই এবং আমরা সরাসরি আলোচনা করব না।