বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ওমানের মাস্কাটে বাংলাদেশ স্পোর্টস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশ :

ওমানের মাস্কাটে বাংলাদেশ স্পোর্টস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. নূর নবী এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হানিফুল ইসলাম।

ইফতার মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং খতমে গাউছিয়া শরীফ পাঠ করা হয়। এতে অংশগ্রহণকারী রোজাদাররা একত্রিত হয়ে খতমে গাউছিয়া শরীফে অংশ নেন। এরপর ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয় মিলাদ-কিয়াম ও মুনাজাত। মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ জমিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদুল আলম, দপ্তর সম্পাদক এস.এম. শুয়াইবুল হক বাবলু, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবর ও মোহাম্মদ সাব্বির, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক ও মোহাম্মদ কামাল, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদুল আলম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াস, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আকবর আলী জয়, সদস্য মোহাম্মদ বাবুল, মোহাম্মদ জাহেদ ও মোহাম্মদ মহিউদ্দিন।

এছাড়াও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ইফতার মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে।