আইসক্রিম খেয়ে ফেলায় মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশকে ডেকে বসলো চার বছরের এক শিশু। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে অভিনব এ ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধযমের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ছেলে-শিশুর এমন অভিমানী কাণ্ডে অবশ্য মাকে জেলে যেতে হয়নি। তবে শিশুটি তার আইসক্রিম খাওয়ার অধিকার ঠিক অর্জন করে নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উইসকনসিনের মাউন্ট প্লেজেন্ট এলাকা থেকে ৯১১ নম্বরে একটি কল আসে। এক নারী পুলিশ কর্মকর্তা কলটি রিসিভ করলে একটি শিশু জানায়, ‘আমার মা খুব খারাপ করেছে।’
পুলিশ কর্মকর্তা প্রথমে বুঝতে না পেরে শিশুটিকে কী হয়েছে, সে বিষয়ে খুলে বলতে বলেন। সে জানায়, মা তার আইসক্রিম খেয়ে ফেলে অন্যায় করেছেন। এ জন্য শিশুটি বিচার চায়। সে পুলিশকে বলে, তার মাকে ধরে নিয়ে যেতে। পুলিশ কর্মকর্তা তখনো বুঝে উঠতে পারছিলেন না, আসলে কী অন্যায় করেছেন শিশুটির মা। তবে পুলিশকে বেশিক্ষণ ধোঁয়াশার মধ্যে থাকতে হয়নি। শিশুটির মা দ্রুত ছেলের কাছ থেকে ফোন নিয়ে নিজেই পুলিশকে ঘটনাটি জানান।
ওই মা পুলিশকে বলেন, তার ছেলের বয়স মাত্র চার বছর। তিনি আইসক্রিম খেয়ে ফেলায় ছেলে রাগ করে ৯১১ নম্বরে ফোন করেছে। তিনি ছেলেকে বোঝানোর আগেই সে ফোন করে বসে।
শিশুটির রাগ তাতেও কমেনি। পুলিশকে তার মায়ের বিচার করতে আসতে হবে, এমন জেদ ধরে বসে সে। শিশুটির অভিমান ভাঙ্গাতে নিরুপায় হয়ে দুই নারী পুলিশকে ওই বাড়িতে পাঠানো হয়। পুলিশ গিয়ে বোঝানোর পর ছেলেটি তার মায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়। পরে সে জানায়, মাকে জেলে পাঠাতে চায় না। তবে শিশুটি অভিমান করে পুলিশকে বলেছে, আমি একটুখানি আইসক্রিম খেতে চেয়েছিলাম, মা খেতে দেয়নি। পরে ওই দুই পুলিশ কর্মকর্তা শিশুটিকে অবাক করে আইসক্রিম নিয়ে আবার তাদের বাসায় যায়। পরে শিশুটি আইসক্রিম পেয়ে মহাখুশি হয়ে পুলিশের সঙ্গে ছবিও তুলেছে।