ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। ইত্তিহাদুল উলামা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রংপুর সিটিকর্পোরেশনের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক হাফেজ মুহাম্মদ ইদ্রিস আলী। বক্তব্য রাখেন, ইত্তিহাদুল উলামা পরিষদের সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইউনুস, যুগ্ম আহ্বায়ক বায়েজিদ হোসাইন, সদস্য মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা সাইফুল ইসলামসহ রংপুর নগরীর বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লীরা।
এ সময় বক্তারা বলেন, সুসলিমের পূর্নাঙ্গ জীবন বিধান হলো পবিত্র কোরআন। হযরত মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে মহান আল্লাহ এ সর্বশেষ্ঠগ্রন্থ মানুষের কাছে দিয়েছেন। যার মধ্যে জ্ঞান-বিজ্ঞান, মানুষের জীবন, আচার-আচারণ সব কিছুর নির্দেশনা রয়েছে। বিশ্বের সকল মুসলিমসহ জ্ঞানচর্চাকারীরা এ পবিত্র গ্রন্থ থেকে জ্ঞান আহরোন করেন। অথচ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল এ পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করেছে। যার কারণে প্রত্যেক মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা কোরআন অবমাননা কারীর কঠোর শাস্তির দাবী জানাচ্ছি। এরপর একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।