বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে লায়ন্স ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বন্যা দুর্গত দুইশত পঞ্চাশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(৩০জুন) দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ বুড়িরহাট ক্রসবাধ এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।প্রতিটি খাদ্য সামগ্রী প্যাকেটে ৫কেজি করে চাল, ২লিটার সয়াবিন তেল, ১কেজি মসুর ডাল, ২ কেজি লবন, ১কেজি চিনি, ১কেজি চিড়া, ৪০০ গ্রাম গুড়া দুধ ও ১২টি খাবার স্যালাইন সুবিধাভোগী পরিবার পেয়েছে।খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক, লায়ন্স জেলা ৩১৫ এ২ এর জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন এজাজ আহম্মেদ, কনভেনশন চেয়ারপার্সন লায়ন নাসির হায়দার চৌধুরী পিএমজেএফ, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন সামিউল মুক্তাদির, নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর লায়ন এনামুল হক সোহেল এমজেএফ, রিজিওন চেয়ারপারসন ক্লাবস লায়ন বানিউল আদম বাবু, জোন চেয়ারপারসন ক্লাবস লায়ন মোস্তাফিজ আহমেদ সহ রংপুর বিভাগের বিভিন্ন লায়ন্স ক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।