বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ভূমিদস্যু, চাঁদাবাজ ও দুর্বৃত্ত মাসুদ, দেলোয়ারগংদের দ্রুত গ্রেফতার করতে হবে-সারোয়ার ওয়াদুদ চৌধুরী


প্রকাশ :

২৮ জুন শনিবার দুপুরের নামাজের পর যাত্রাবাড়ীর কাজীরগাঁও অবস্থিত দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির স্হায়ী কার্যালয়ের বেজমেন্ট, গ্রেটবিম, কলাম, রড, ওয়াল, মটর, মেশিন ডাকাতির সঙ্গে জড়িত সন্ত্রাসী, ভূমিদস্যু ও দুর্বৃত্ত দেলোয়ার, মাসুদগংদের অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠিন বিচার দাবি করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

তিনি আরও বলেন, দুর্বৃত্ত-চাঁদাবাজ, মাফিয়াগংদের রক্ষায় আপোষ-মিমাংসা জনগণ মানবে না।

এ সময় উপস্থিত ছিলেন উনসত্তরের গণআন্দোলনের মহানায়ক শহীদ আসাদের সহোদর ড. নুরুজ্জামান, মেজর (অবঃ) মুজিবুর রহমান, ড. প্রকৌশলী লুৎফর রহমান, উইং কমান্ডার (অবঃ) মীর আমিনুল ইসলাম, অধ্যাপক ড. শামসুদ্দিন ইলিয়াস, মোঃ সুলাইমান প্রমুখ।

দেশের এই ক্রান্তিলগ্নে দেশ বাঁচাতে ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মাত্র ১৩% সুযোগ সন্ধানী চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্বৃত্ত, মাফিয়া-সিন্ডিকেট, ধান্দাবাজদের পরাজিত করে ৮৭% সহজ সরল অসহায় মজলুম জনগণের বিজয় নিশ্চিত করতে মহান স্রষ্টার সাহায্য কামনা করেন।