সম্মানিত সৎ, সাহসী, নির্মোহ, নিবেদিত, দেশপ্রেমিক দেশবাসী/প্রবাসীগণ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দেশের ২% দুর্নীতিবাজ তথা শিক্ষিত দাবীদার জ্ঞানপাপী, স্বার্থপর, সুযোগ সন্ধানী, সুবিধাভোগী, লুটেরা, মাফিয়া সিন্ডিকেট, মুনাফেক, অন্ধ দলদাস, জাতীয় বেঈমানদের কাছে আজ সমাজ ও রাষ্ট্র জিম্মি।
৫% সৎ,নির্মোহ দাবীদারগন ঘরে বসে এবং সাজগোজ করে বিভিন্ন সভা সমাবেশে তন্ত্র-মন্ত্রের বক্তৃতা দিয়ে নৈতিক মানবিক কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে!!
৫% ঘরে বসে দুর্নীতির প্রতিবাদ না করে আয়েশী জীবন যাপন করছে!! অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া সমান অপরাধ, তারা ভুলে গেছে!! ১% বছরে হজ্ব করে, বছরে ২/৩ বার ওমরাহ করে দেশে ফিরে অপকর্মে লিপ্ত হচ্ছে!! অবশিষ্ট ৮৭% কৃষক, শ্রমিক, সাধারণ আম-জনতা দুর্নীতি এবং নানান অপকর্মের কাছে জিম্মি। বিশেষ করে এক শ্রেণীর সুবিধাবাদী লোক তাদের প্রেরিত কমিটি দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির যাচাই বাছাই করে সিদ্ধান্তের পূর্বেই আমাকে বিভিন্ন মহল থেকে দিন রাত অযাচিত ফোন করে বিব্রত করছে এবং সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যা খুবই দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত।
সকলের নিকট বিনীত আবেদন মানব সৃষ্টির মহান উদ্দেশ্য প্রতিপালন, বাবা আদম ও মা হাওয়া থেকে সৃষ্ট সকল ধর্মের অনুশাসন “দেশপ্রেম ইমানের অঙ্গ” “দেশকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো” “নিজকে শুদ্ধ করি-দুর্নীতিমুক্ত দেশ গড়ি” পরকালীন মুক্তির কথা চিন্তা করে দেশের এই ক্রান্তিকালে দুর্নীতি নির্মূল, সর্বস্তরের জনগণের জানমালের নিরাপত্তা, বাজার মূল্য নিয়ন্ত্রন, কার্যকর গণতন্ত্র ও স্বচ্ছ ভোটাধিকার নিশ্চিতে “দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটিতে যুক্ত হয়ে গণআন্দোলন গড়ে তুলতে গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা/থানা, জেলা/মহানগর, বিভাগীয়সহ প্রবাসে শক্তিশালী কমিটি গঠন করে এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা কমিটি জরুরি ভিত্তিতে নিম্নোক্ত ইমেইলে পাঠানোর আকুল আবেদন করছি। আমরা সংখ্যায় বিশ্বাসী নই, আমরা গুণগত মানসম্পন্ন সৎ সাহসী নিবেদিত দেশপ্রেমিকদের নেতৃত্বে দায়িত্বশীল ছোট কমিটিও আমাদের নিকট গ্রহণযোগ্য।
বিনীত অনুরোধে,- সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও মুখপাত্র, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি ঢাকা, বাংলাদেশ। মোবাইল- ০১৭১১-৫২৫৪৫৭ । ই-মেইল: [email protected], [email protected], [email protected], ওয়েবসাইট: https://acncc.info
রংপুর বিভাগ, বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু , গেরিলা লিডার ৭১ ।যুগ্ম আহবায়ক, ঢাকা উত্তর সিটি ও সমম্বয়ক, রংপুর বিভাগ। মোবা: ০১৭১৫-০৩৬৮৫২ । ইমেইল: [email protected]