প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারকে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন লালমনিরহাট জেলার নেতৃবৃন্দ।
গতকাল রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। স্বারকলিপিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার লালমনিরহাট জেলা এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।
উল্লেখ করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত 'উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পদটি ১৯৭৮ সালে সৃষ্টি হয়েছে।
পরবর্তীতে ১৯৯৪ সালে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ী পদটি ১০ম গ্রেডে উন্নীত করা হয়। সে সময়ের অধনস্তন প্রধান শিক্ষক পদটি ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল। পরবর্তিতে প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত করার ফলে ২০১৪ সালে ১১তম গ্রেড এবং সম্প্রতি উচ্চতর আদালতের রায়ে ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি চার দফায় ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়।
উল্লেখ্য ১৯৯৪ থেকে ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই দপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিনটেনডেন্ট পদটি ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেডে এবং পিটিআই ইন্সট্রাক্টর পদটি ৩য় শ্রেনী থেকে ১ম শ্রেনী (৯ম গ্রেড) উন্নীতকরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের সমগ্রেডের কর্মকর্তাগণ এই দীর্ঘ ৩০ বছরে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ হয়েছে। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধয়ে ইউএপিইও পদটি ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে।
এছাড়াও প্রধান উপদেষ্টা বরাবর দেওয়া ওই স্মারকলিপিতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ তাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ১০ম থেকে ৯ম গ্র্রেডে উন্নতকরণের ক্ষেত্রে নানা প্রয়োজনীয়তা, যৌক্তিকতাসহ অন্যান্য তথ্যাদি উপস্থাপন করেন।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার সভাপতি রণবীর কুমার নায়েক, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।