বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সায়েদুজ্জামান কোয়েলের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা


প্রকাশ :

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েলের নেতৃত্বে এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে আয়োজিত এই পদযাত্রাটি হাতীবান্ধা শহর থেকে শুরু হয়ে বড়খাতা ও তিস্তা ব্যারেজ প্রদক্ষিণ করে পুনরায় হাতীবান্ধায় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বড়খাতা ও তিস্তা ব্যারেজে দুটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা তিস্তা নদী খনন, তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন সায়েদুজ্জামান কোয়েল, মোকসেদুল রহমান, হাসানুল আলম খান জুয়েল, আব্দুর রাজ্জাক সবুজ ও শাহজাদ ফেরদৌস বাবু।