আজ, ১১ ফেব্রুয়ারি লালমনিরহাটের বিশিষ্ট ব্যক্তিত্ব, পরোপকারী এ. কে. এম. মশিউর রহমান (বাবু) এঁর প্রথম মৃত্যুবার্ষিকী । তিনি জীবদ্দশায় সততা, ন্যায়পরায়ণতা ও মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
এই বিশেষ দিনে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় লালমনিরহাটের "স্টোর পাড়া জামে মসজিদ"-এ বাদ আছর এক মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
আমাদের প্রিয় বাবার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে তাঁর নিকট আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও সকল শুভানুধ্যায়ীদের উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
পরিবারের পক্ষ থেকে
পুত্রদ্বয়:
বি.এন. তারনীন সাদনান (জামি)
বি.এন. তাইনিন সাজনান (জাহি)