রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

আদিতমারী উপজেলা কমান্ডের আহ্বায়কের নিকট কমপ্লেক্স ভবন হস্তান্তর করলেন উপজেলা নির্বাহী অফিসার


প্রকাশ :

মুক্তিযোদ্ধা সংসদ আদিতমারী উপজেলা কমান্ডের আহ্বায়কের নিকট উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও যাবতীয় আসবাবপত্র হস্তান্তর করেন।

আজ ১০ নভেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হায়দার আদিতমারী উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের নিকট লিখিতভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গত ২২ অক্টোবরের পূর্বের অফিস আদেশ বাতিল করে স্মারক নম্বর ৪৮.০০.০০০০.০০৫.১৪.০০১.২৩ মোতাবেক সকল উপজেলা নির্বাহী অফিসারদের মুক্তিযোদ্ধা সংসদের গঠিত (আহ্বায়ক) উপজেলা অ্যাডহক কমিটি/কমান্ডার নির্বাচিত ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারের কাছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব হস্তান্তরের জন্য নির্দেশনা প্রদান করা হয়। সকল জেলা প্রশাসকদেরও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে।

উক্ত পত্রের প্রেক্ষিতে উপজেলা কমপ্লেক্স ভবন উপজেলা মুক্তিযোদ্ধাদের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সংসদের লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু গেরিলা ’৭১ এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম. এ. কাশেমের যৌথ স্বাক্ষরে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট আদিতমারী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।