রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।
এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমানসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। মামলাটি করেছিলেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ ব্যানারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী এমন বক্তব্য দেন, যা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত হয়। তার বক্তব্যের পর উপস্থিতদের মধ্যে ১৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, ‘মঞ্চ ৭১’ সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে গঠিত বলে জানালেও, পরবর্তীতে তদন্তে উঠে আসে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ।
জামিন শুনানিতে আসামিপক্ষ জামিন প্রার্থনা করে, অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে হাইকোর্ট লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করেন।