শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি


প্রকাশ :

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে এরশাদ উল্লাহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে গুলি চালালে তিনি ও তার সঙ্গে থাকা আরও দুজন আহত হন। স্থানীয় নেতাকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে বেসরকারি এক হাসপাতালে ভর্তি করেন।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি পরিকল্পিত হামলা। দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, “গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা এরশাদ উল্লাহর ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।”