শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের চারপাশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি


প্রকাশ :

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশেপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা, মানববন্ধন বা অবস্থান ধর্মঘট নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা, কারওয়ান বাজার, মৎস্য ভবন, অফিসার্স ক্লাব এবং মিন্টো রোড সংলগ্ন এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা ধর্মঘট আয়োজন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, গত ৯ জুনও একই এলাকায় সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।